এবার ফালাকাটায় পদ্মদূর্গ ধ্বংসে প্রস্তুতি শুরু করল রাজ্যের শাসকদল।

0
18

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এবার ফালাকাটায় পদ্মদূর্গ ধ্বংসে প্রস্তুতি শুরু করল রাজ্যের শাসকদল। শুধু জয় নয়, ভোটের মার্জিন অনেকটাই বাড়াতে চায় ঘাসফুল শিবির। সেই হিসেবে গত শনিবার থেকে ফালাকাটায় জনসংযোগ যাত্রা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার ফালাকাটার বাগানবাড়ি এলাকার মন্দিরে পুজো দেওয়া হয়। তারপরেই শুরু হয় জনসংযোগ যাত্রা। রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের সুবিধা জনগণ কতটা পাচ্ছেন, সেই বিষয়ে তথ্য জোগাড়ের কাজ শুরু হয়। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হয়। এই প্রসঙ্গে ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে বলেন, ফালাকাটায় তৃণমূলের প্রার্থী যেই হোক না কেন, আমাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সামনে রেখেই আমরা প্রচারে নেমেছি। তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করবার জন্য লোকের কাছে আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, সদ্য হওয়া বিধানসভা উপনির্বাচনে ছটি আসনেই জিতেছে তৃণমূল। উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা কেন্দ্র বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তারা। সেই ফলাফল থেকে অক্সিজেন নিচ্ছেন ফালাকাটার তৃণমূল কর্মী-সমর্থকরা। বিজেপির ‘শক্ত ঘাঁটি’ উত্তরবঙ্গে ক্রমে হাওয়া ঘুরছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মডেলেই আস্থা রাখছে মানুষ। এই প্রেক্ষাপটে ২০২৬ সালে বিধানসভা ভোট। প্রায় দেড় বছর আগে থেকেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে নেতৃত্ব।