কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান মালদাহের মোথাবাড়ি বিধানসভা এলাকায়।

0
33

নিজস্ব সংবাদদাতা, মালদা:-কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান মালদাহের মোথাবাড়ি বিধানসভা এলাকায়।রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কংগ্রেসের ৪ জন পঞ্চায়েত সদস্য, ও বিজেপির ২ জন পঞ্চায়েত সদস্য।বিরোধী দল কংগ্রেসের ৪ জন পঞ্চায়েত সদস্য, ও বিজেপির ২ জন পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৫০০ জন কর্মী তৃণমূলে যোগদান করলেন।মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোথাবাড়ির প্রধান কার্যালয়ে তৃণমূলের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতেই কংগ্রেস ও বিজেপি দল ছেড়ে যোগদান করেন। এই যোগদান কর্মসূচিতে এ ছাড়া উপস্থিত ছিলেন এদিনের এই যোগদান শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক ২ ব্লক তৃণমূলের সভাপতি ফিরোজ শেখ,তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ, সহ বিশিষ্টজনেরা। এরফলে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অনেকটাই সংগঠন মজবুত হবে বলেও দাবি করেছেন স্থানীয় দলীয় নেতৃত্ব। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বিজেপি , কংগ্রেস , দল থেকে 6 জন পঞ্চায়েত সদস্য সহ এদিন প্রায় ৫০০ জন কর্মী তৃণমূলে যোগদান করেছেন। এতদিন এরা বিরোধী দলে থেকেও যোগ্য মর্যাদাটুকু পান নি । এছাড়াও মুখ্যমন্ত্রীর উন্নয়নের ওপর ভরসা করেই তাঁরা তৃণমূলকেই বেছে নিয়েছেন। এদিন একটি জনসভার মাধ্যমে এই যোগদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে যোগদানকারী বিরোধী দলের নেতা কর্মীদের হাতে কংগ্রেসের ৪ জন পঞ্চায়েত সদস্য, ও বিজেপির ২ জন পঞ্চায়েত সদস্য সকলের হাতে রাজ্য মন্ত্রী সাবিনা ইয়াসমিন
তৃণমূলের ঝান্ডা তাদের হাতে তুলে দিলেন।