টিম সমাজ বন্ধু – এর পরিচালনায় ও আইহো সুশক্তি ক্লাব – এর সহযোগিতায় আইহো সুশক্তি ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল বস্ত্র বিতরণ।

0
7

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-টিম সমাজ বন্ধু – এর পরিচালনায় ও আইহো সুশক্তি ক্লাব – এর সহযোগিতায় আইহো সুশক্তি ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল বস্ত্র বিতরণ রবিবার বিকেলে, আইহো এলাকার বৃদ্ধ- বৃদ্ধা সহ দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।উপস্থিত ছিলেন এলাকা বিশিষ্ট ব্যক্তিবর্গরা তাদের হাত দিয়ে এদিন প্রায় ৭ থেকে ৭০ জন দোস্ত মানুষের মধ্যে বস্ত্র তুলে দেওয়া হয় ।