দক্ষিণ দিনাজপুর কনজিউমার্স এসোসিয়েশন – এর পক্ষ থেকে প্রয়াত বিশিষ্ট চিকিৎসক তথা সমাজসেবী ডঃ দেবব্রত ঘোষের স্মরণসভা।

0
10

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটে ১৫ই ডিসেম্বর রবিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর কনজিউমার্স এসোসিয়েশন – এর পক্ষ থেকে প্রয়াত বিশিষ্ট চিকিৎসক তথা সমাজসেবী ডঃ দেবব্রত ঘোষের স্মরণসভার আয়োজন করা হয়। তিনি দক্ষিণ দিনাজপুর কনজিউমার্স এসোসিয়েশন – এর আমৃত্যু সদস্য ছিলেন। গত ১১ই ডিসেম্বর বুধবার রাত্রি ৮ টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর ৬৬ বছর বয়স হয়েছিলো। তিনি স্ত্রী, পুত্র এবং আত্মীয় পরিজনদের রেখে গেলেন। দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর কাছে দেবু ডাক্তার নামে পরিচিত ছিলেন। জেলার বহু স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণে তাঁর স্ত্রী, পুত্র এবং আত্মীয় পরিজনদের সমবেদনা জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর কনজিউমার্স এসোসিয়েশন – এর সদস্যবৃন্দ।