নিজস্ব সংবাদদাতা, মালদা:–প্রায় ৪২ বিঘা জমিতে বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের হবিবপুর ব্লকের রাধাকান্তপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে ১১ ডিসেম্বর গভীর রাতে। কৃষকরা যখন ১২ তারিখ সকালে চাষের জমিতে ফসল পরিচর্যার জন্য যখন দেখতে যায় তখন দেখে কে বা কারা ফসলের জমিতে বিষ দিয়েছে, সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে রাতের মধ্যে। জমিতে বর্তমানে তারা সরিষা ও মটরশুঁটি চাষ করেছিল। সাত থেকে আট জন কৃষকের প্রায় ৪২ বিঘা জমিতে চাষিরা সরিষা ও মটরশুটি লাগিয়েছিলেন সমস্ত ফসল নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। যদিও কৃষক নরেশ হাজরা, কুমারেশ হাজরা, দিলীপ সরকার , সুরজিৎ হাজরারা একটি লিখিত অভিযোগ করেছেন হবিবপুর থানায়। যদিও পুরো ঘটনার বিষয় নিয়ে হবিবপুর থানার পুলিশ তদন্ত নেমেছে। কৃষকদের অনুমান বেশ কয়েকজন মিলে তাদের জমির ফসল নষ্ট করেছে। ৪২ বিঘা জমিতে সরিষা ও মটরশুটি লাগানো ছিল তার ক্ষতির পরিমাণ প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকা তা জানানো হয়েছে। পুরো ঘটনার বিষয় নিয়ে হবিবপুর থানার পুলিশ ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে যান। সব থেকে বড় বিষয় কেন অসহায় কৃষকদের জমিতে বিষ মেরে ফসল নষ্ট করল তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।