নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও ওষুধ বিতরণ। জয় বাংলা ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ওই বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে, ওই শিবিরে এলাকার শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করেন। ওই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি মানিক সেন জানান, আমরা সারা বছরই কিছু-না-কিছু সমাজসেবামূলক কাজ করে থাকি, তেমনই আজকের বিনামূল্যে স্বাস্থ্য, চক্ষু পরীক্ষা শিবির ও ওষুধ বিতরণ করা হলো। এই পরিষেবা পেয়ে ভীষণ খুশি এলাকাবাসী। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু...