বাড়িতে কেউ না থাকার সুযোগে রবিবার রাতে আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের কলেজ পাড়ার একটি বাড়িতে দুঃসাহসিক চুরি।

0
15

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বাড়িতে কেউ না থাকার সুযোগে রবিবার রাতে আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের কলেজ পাড়ার একটি বাড়িতে দুঃসাহসিক চুরি। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে বেশ কয়েক ভরি সোনার গয়না এবং নগদ কয়েক হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। ফালাকাটা কলেজ পাড়ার বাসিন্দা পার্থ রায়ের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে সপরিবারে কালচিনি গিয়েছিলেন পার্থ রায়। রাত আনুমানিক সাড়ে দশটা নগদ বাড়ি ফিরে দেখেন ঘরের জানালার গ্রিল খোলা। এদিকে ঘরের ভিতরে আলমারিও ভাঙ্গা। আলমারি ভেঙে নগদ প্রায় কুড়ি হাজার টাকা সহ প্রায় চার লক্ষাধিক টাকার সোনার অলংকার নিয়ে চম্পট দেয় চোর বলে জানান পার্থ রায়। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটোস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।