মালদহের রতুয়াতে এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে আমার মেলা, আর এই মেলার প্রস্তুতি চলছে জোর কদমে।

0
7

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৫ ডিসেম্বর:—মালদহের রতুয়াতে এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে আমার মেলা, আর এই মেলার প্রস্তুতি চলছে জোর কদমে।রবিবার দেখা গিয়েছে জমজমাট আয়োজন মালদার রতুয়া ব্লকের ফুটবল ময়দানে এই মেলা মাঠে পরিদর্শনে যান জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি ।এই মেলা শিক্ষামূলক এবং প্রদর্শনী মেলা এই মেলা ঘিরে আয়োজন থাকবে বিভিন্ন স্টল ।এই মেলা বিগত প্রায় তিন বছর ধরে মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সীর এর উদ্যোগে বাংলার শিল্প সহ শিল্পীদের হাতের কাজ তুলে ধরা হয় মেলার মধ্যে। রতুয়া ব্লকে এই ধরনের মেলা হওয়ায় আনন্দিত এলাকাবাসী। প্রায় দিন কয়েকের মেলায় শিক্ষামূলক প্রদর্শনী দেখতে ভিড় জমাই দূর দূরান্ত থেকে আগত দর্শকেরা। নতুন বর্ষের শুরু থেকে হতে চলেছে আমার মেলার সূচনা। তারই আয়োজন চলছে এখন জোর কদমে। আগামী ৪ঠা জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিভিন্ন প্রদর্শন ও বহিরাগত শিল্পীদের নিয়ে আয়োজন হয় এই মেলার।প্রথমদিন এই মেলায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।গোটা এলাকা পরিক্রমা করে এই মেলার শুভ সূচনা হবে মুখোস নাচ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের দল এই অনুষ্ঠানে যোগদান করবে।