মালদার গাজোল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ও গাজোল খেলার সাথীর পরিচালনায় এক দিবসীয় নক আউট মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গাজোল হাই স্কুল মাঠে।

0
9

নিজস্ব সংবাদদাতা, মালদা, 15 ডিসেম্বর— মালদার গাজোল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ও গাজোল খেলার সাথীর পরিচালনায় এক দিবসীয় নক আউট মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গাজোল হাই স্কুল মাঠে।এই খেলায় চারটি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন দল গাজোল হাতিমারি মহিলা ফুটবল দল রানার্স হয় সরলা দেবী মহিলা ফুটবল একাডেমি দল ।এই খেলা দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বর্তমানে সহ সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন,প্রদীপ লাহা, গাজোল খেলার সাথীর সভাপতি প্রদ্যুৎ নারায়ণ সরকার, সম্পাদক জয়ন্ত ঘোষ সহ- অন্যান্যরা। গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন গাজোল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজোল খেলার সাথীর পরিচালনায় এক দিবসীয় নক আউট মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই খেলায় হলদিবাড়ি মহিলা ফুটবল একাডেমি, কোচবিহার জলপাইগুড়ি মহিলা একাদশ , দক্ষিণ দিনাজপুর জেলার সরলা দেবী মহিলা একাডেমি দল, মালদা জেলার গাজোলের হাতি মারি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করেন। ২-১ গোলে চ্যাম্পিয়ন হয় মালদা জেলার গাজোলের হাতি মারি মহিলা ফুটবল দল রানার্স হয় দক্ষিণ দিনাজপুর জেলার সরলা দেবী মহিলা ফুটবল একাডেমি। চ্যাম্পিয়ন দলকে নগদ ১০ হাজার টাকা একটি ট্রফি এবং রানার্স দলকে ৭০০০ টাকা ও একটি ট্রফি তুলে দেওয়া হয়।