মন্ত্রীর গড়ে শিয়ালের দৌরাত্ম, শিয়ালের হানায় গুরুতর জখম ১৩ জন।

0
9

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মন্ত্রীর গড়ে শিয়ালের দৌরাত্ম। শিয়ালের হানায় গুরুতর জখম ১৩ জন। আতঙ্কে গ্রাম ছাড়তে চাইছে এলাকাবাসী। প্রশ্নের মুখে বনদপ্তরের ভূমিকা। ক্রমশ বাড়ছে শিয়ালের উৎপাত। সমগ্র বিষয় নিয়ে বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী। গাছ মাফিয়াদের দৌরাত্ম্যে বন ধ্বংস হচ্ছে। তাই শিয়াল লোকালয়ে ঢুকে পড়ছে অভিযোগ বিজেপির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কানন পাড়া এলাকায় দিনের আলোয় চাষের জমিতে শিয়ালের দলের আক্রমণের এই ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে সাম্প্রতিক কালে গ্রামে প্রায় লোকালয়ে ঢুকে পড়ছে শিয়াল। বিভিন্ন সময়ে অনেকের বাড়িতে ছাগল মুরগির খোঁজে ঢুকে পড়ছে। তারপরে আক্রমণের মুখে পড়ছে মানুষ। এদিন এলাকার অনেকেই জমিতে চাষ করছিল। সেই সময় শিয়াল হানা দেয়। ১৩ জন ভয়ানক ভাবে জখম হয়েছে। কারোর চোখে, কারোর মুখে, কারোর মাথায় ক্ষত-বিক্ষত করে শিয়াল। তাদের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ান। ইতিপূর্বে বিধানসভায় এলাকা জুড়ে শিয়ালের উৎপাত বাড়া নিয়ে বিধানসভায় তলব করে ছিলেন মন্ত্রী।এদিন তিনি জানান বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এই বিষয় নিয়ে। পার্শ্ববর্তী ভালুকাতেই রয়েছে অরণ্য। সেখান থেকেই শিয়ালের দল আসছে বলে মনে করা হচ্ছে। তবে প্রশ্নের মুখে পড়ছে বনদপ্তরের ভূমিকা। যদিও বিজেপির অভিযোগ যখন নির্বিচারে গাছ কাটা হচ্ছে তখন প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না। বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। শিয়াল যাবে কোথায়। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।