সৌজন্যের রাজনীতির উজ্জ্বল নিদর্শন ইন্দস মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে।

0
10

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়ার ইন্দাস মহাবিদ্যালয় এর প্রাক্তন জিএস তথা বর্তমান ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ সহ অন্যান্যদের শ্রদ্ধা নিবেদন রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে।
বর্তমান রাজনীতিতে রাজনীতির সৌজন্য খুব একটা দেখা যায় না যদিও কখনো কখনো এরকম দৃষ্টান্ত উদাহরণ স্বরূপ সামনে আসে তবে সেটি বড়ই বিরল কিন্তু নবীন বরণের অনুষ্ঠানের পূর্বে শ্রদ্ধা নিবেদনে রাজ্যের বামফ্রন্টের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভট্টাচার্যকে শ্রদ্ধা নিবেদনের যে নিদর্শন রাখল বর্তমান শাসক দলের ইন্দাস ব্লক সভাপতি তথা ইন্দাস মহাবিদ্যালয়ের প্রাক্তন জি এস শেখ হামিদ সহ অন্যান্য নেতৃত্ব এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ অন্যান্যরা।
নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য ঘটনা।
নতুনদের সাদরে বরণ, পুরাতনদের বিদায়ের সুরের মাঝেই তৈরি হয় অতীত আর বর্তমানের মেলবন্ধন, নিঃসন্দেহে এই নিয়মের মাঝেই থাকে কিছুটা বিষাদ তবে সেই হতাশা কাটিয়ে বিষাদের মাঝেই সকলে আগমনীর আনন্দে মেতে উঠে, সেরকমই এক অনুষ্ঠানের মধ্যে আরেকটি অনুষ্ঠান দৃষ্টান্ত স্থাপন করলো বাঁকুড়ার ইন্দাস মহাবিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা।