দক্ষিণ দিনাজপুরের সাংস্কৃতিক ও নাটকের শহর বালুরঘাটে শুরু হলো সাত দিনব্যাপী নাট্য মেলা।

0
7

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- দক্ষিণ দিনাজপুরের সাংস্কৃতিক ও নাটকের শহর বালুরঘাটে শুরু হলো সাত দিনব্যাপী নাট্য মেলা। মঙ্গলবার বর্ণনাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর উদ্যোগে এই মেলার শুভ সূচনা হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ইচ্ছায় আয়োজিত এই নাট্য মেলা নিয়ে শহরজুড়ে উৎসবের আবহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। সাত দিনের এই নাট্য মেলায় মঞ্চস্থ হবে মোট আটটি নাটক। বালুরঘাট, যা দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ও নাট্যচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত, এই মেলাকে ঘিরে আরও একবার প্রাণবন্ত হয়ে উঠেছে। জেলা ও শহরবাসীদের মধ্যে এই মেলা নিয়ে প্রবল উত্তেজনা ও উৎসাহ লক্ষ্য করা গেছে। শিল্প ও সংস্কৃতিকে ঘিরে বালুরঘাটের এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
শহরের প্রতিটি কোণে নাট্য মেলার এই আয়োজন যেন এক নতুন প্রাণের সঞ্চার করেছে। নাটকের শহর বালুরঘাটে এই মেলা শুধুমাত্র বিনোদন নয়, শিল্পের প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলনও।