নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- চুরির ঘটনার তিনদিনের মাথায় চোরাই সামগ্রী উদ্ধার সহ এক যুবককে উদ্ধার করলো গঙ্গারামপুর থানার পুলিশ। বুধবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম রাকেশ ঘোষ (২৫)। বাড়ি গঙ্গারামপুর থানার নারায়নপুর ঘোষপাড়া এলাকায়।
উল্লেখ্য গত তিনদিন আগে কালিতলা এলাকায় এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনায় দোকানে থানা সিসিটিভি ক্যামেরা, হার্ডডিস্ক, মনিটর সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোর। ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে ওই যুবকের বাড়ি থেকে চোরাই সামগ্রী উদ্ধার করে পুলিশ। পাশাপাশি যুবককেও গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর আজ বুধবার ধৃতকে আদালতে পেশ করে পুলিশ।