দীর্ঘদিন ধরে ভাঙাচোরা বাড়িতেই কষ্টের মধ্যে থাকবেন এগরার উত্তর তাজপুরের বাসিন্দা মদন খাটুয়া,অবশেষে জেলা আধিকারিকের কাছে তথ্য জানার আগ্রহ প্রকাশ ।

0
22

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভাঙা চোরা বাড়িতেই কষ্টে দিন কাটাতে হচ্ছে। বার বার সরকারি দপ্তরে আবেদন করেও মেলেনি আবাস যোজনার সরকারি ঘর। প্রত্যেকবারেই কোনো অজ্ঞাত কারণে প্রাপকের তালিকা থেকে বাদ যাচ্ছে নাম। বাধ্য হয়ে তথ্য জানার অধিকারে আবেদন করে সঠিক কারণ জানতে চাইলেন আবেদনকরি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের সর্বদোয় গ্রাম পঞ্চায়েতের উত্তর তাজপুরে বাসিন্দা মদন খাটুয়া দীর্ঘদিন ভাঙা চোরা বাড়িতে থাকেন। ভিক্ষাবৃত্তি করে কোনোরকমে জীবন যাপন করেন। বাড়িতে রয়েছে মানসিক বিকারগ্রস্ত এক ছেলে। স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে আবাসের বাড়ির জন্য আবেদন করেছিলেন। কিন্তু বার বার তাঁর নাম প্রাপকের তালিকা বাদ যাচ্ছে। তাঁর সঠিক কারণ বলতে অক্ষম স্থানীয় ব্লক প্রশাসন।শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসনের কাছে তথ্য জানার অধিকারে আবেদন করলে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ব্লক প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ আসে। এগরা ২ ব্লকের ভিডিও অরিজিৎ গোস্বামী আবেদনকারীকে পুনরায় আর একটি লিখিত আবেদন জানাতে বলেন। কিন্তু গত মঙ্গলবার মদনবাবু ভিডিওর কাছে লিখিত আবেদন জানাতে গেলে সেই আবেদনের রিসিভ কপি দিতে রাজি হয় ভিডিও এমনটাই অভিযোগ আনছেন মদন খাটুয়া। মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছ থেকে নির্দেশ আসার পরেও ভিডিও কোনোরকম সহ যোগিতা করছেন বলেই অভিযোগ। স্থানীয় বিজেপি নেতা অমলেশ পাহাড়ি জানিয়েছেন, এগরা ২ ব্লকের ভিডিওর কাছে সাধারন মানুষ এলে নিত্য হয়রানির শিকার হতে হচ্ছে। বিডিও একপ্রকার শাসক দল তৃণমূলের নেতাদের ভূমিকা নিয়েছেন বলে কটাক্ষ করেন বিজেপির যুব নেতা। স্থানীয় তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে বিডিও ইচ্ছাকৃত নামগুলিকে বাদ দিচ্ছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ আনেন বিজেপি নেতা অমলেশ পাহাড়ি। তবে এগরা ২ ব্লকের পূর্ত কর্মাদক্ষ রাজকুমার দুয়ারী এই বিষয়টি জানার পরে বলেন দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা নিবে। যদি কেউ পাওয়ার যোগ্য হয় সে নিশ্চিত পাবে। এখানে কোনো রাজনীতির ব্যাপার নাই। তবে বিজেপি যেসব অভিযোগ করছে তাঁর কোনো ভিত্তি নাই। কেন্দ্রীয় সরকার লক্ষ লক্ষ মানুষের আবাস আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজ উদ্যোগে আবাস যোজনার বাড়ি দিচ্ছে। তাই এই সব কথা বিজেপির মুখে মানায়না।