নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার রাতে মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি বনজঙ্গল থেকে বেরিয়ে দু’টি হাতি হানা দেয় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় দুটি পরিবার। সংশ্লিষ্ট এলাকার মজিবর রহমান ও আমেনা খাতুনের রান্নাঘর ক্ষতিগ্রস্ত করে বুনো ওই হাতি দুটি।তবে খবর পাওয়া মাত্র এলাকায় পৌঁছায় বনকর্মীরা।বনকর্মীদের তৎপরতায় জঙ্গলে ফেরানো হয় হাতি দুটিকে। ফলে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় পরিবার দুটি।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি বনজঙ্গল থেকে বেরিয়ে দু’টি হাতি হানা দেয় আলিপুরদুয়ার...