আগামী জানুয়ারি মাস থেকেই পঞ্চম শ্রেনীর পড়াশোনা শুরু হচ্ছে প্রাথমিক থেকেই।

0
8

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এতদিন পর্যন্ত পঞ্চম শ্রেণির স্থান বাংলায় প্রাথমিক স্তরে পড়ানো হতো না। পঞ্চম শ্রেনী উচ্চ প্রাথমিকেই পড়ানো হয়ে আসছিল। এবার থেকে বদলে গেল সেই নিয়ম। আগামী জানুয়ারি মাস থেকেই পঞ্চম শ্রেনীর পড়াশোনা শুরু হচ্ছে প্রাথমিক থেকেই।
সেদিকে লক্ষ রেখেই দক্ষিন দিনাজপুর জেলায় আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক স্কুলগুলো কিভাবে চলবে ,তা সমস্ত circle এর SI/S, DI/S ( PE) , DI/S ( Secondary) , DPO, ADPO, AI/S দের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল বালুরঘাটে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কক্ষে।

এদিনের এই সভায় নতুন করে প্রাথমিকে পঞ্চম শ্রেনীর পঠন পাঠন শুরুর বিষয়ে কি কি প্রতিবন্ধকতা রয়েছে এবং সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে সুন্দর পরিবেশে প্রাথমিক স্কুল গুলিতে পঠন পাঠন শুরু করে দেওয়া যায় তা নিয়ে উপস্থিত সদস্যরা আলোকপাত করেন।আরও জানা গেছে ইতিমধ্যে জেলার ৫৫৩ টি প্রাথমিক স্কুলে পঞ্চমশ্রেনীর জন্য সব আয়োজন ও ভর্তির ব্যাপারে অগ্রসর হওয়া গিয়েছে।আরো ১৭ টি প্রাথমিক বিদ্যালয়কে নতুন ভাবে অনুমোদন আসায় সেসব স্কুলেও এবার থেকে পঞ্চম শ্রেনীর পঠন পাঠন শুরু করে দেওয়া নিয়েও এদিনের সভায় আলোচনা হয়।

আরো জানা গেছে আগামী ২০২৫ সাল থেকেই পঞ্চম শ্রেণিকে সেই সব প্রাথমিক স্কুলগুলির শিক্ষার আওতায় নিয়ে আসা হবে বলে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আগে এই পঞ্চম শ্রেণি হাইস্কুলের সঙ্গে যুক্ত ছিল। তাতে নানা অসুবিধা হতো বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। এবার শিশুদের বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন অনুযায়ী পঞ্চম শ্রেণিকে প্রাথমিক শিক্ষার অধীনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরে সব খবর
জনপ্রিয়
ক্রিকেট
বাংলার মুখ
ভাগ্যলিপি
ফুটবলের মহারণ
বায়োস্কোপ
ছবিঘর
কলকাতা
কর্মখালি
ওয়েবস্টোরি
টুকিটাকি
কলকাতা অন্যান্য জেলা
বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রাথমিক শিক্ষার আওতায় এবার আসছে পঞ্চম শ্রেণি!‌ বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের
প্রাথমিক শিক্ষার আওতায় এবার আসছে পঞ্চম শ্রেণি!‌ বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের
1 মিনিটে পড়ুন Updated: 31 Oct 2024, 09:11 AM IST
Apromeya Datta Gupta
Follow on Google News
বাংলায় সরকারি স্কুলের সংখ্যা এখন প্রায় ৫০ হাজার। সেখানে প্রাথমিকভাবে দু’‌হাজারের বেশি প্রাথমিক স্কুলে এই নিয়ম চালু হচ্ছে আগামী জানুয়ারি মাস থেকেই। কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত। তবে পঞ্চম শ্রেণির স্থান বাংলায় উচ্চ প্রাথমিকেই ছিল।

প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভূক্ত করা হবে
প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভূক্ত করা হবে
পঞ্চম শ্রেণিকে প্রাথমিক স্কুলগুলির অন্তর্ভূক্ত করার কথা আগেই ভাবা হয়েছিল। তবে সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করা হচ্ছিল না। নানা কারণে তা কার্যকর করা যাচ্ছিল না। এবার সেটা করা গিয়েছে। পশ্চিমবঙ্গে দু’হাজারের বেশি প্রাথমিক স্কুল আছে। আগামী ২০২৫ সাল থেকেই পঞ্চম শ্রেণিকে সেই সব প্রাথমিক স্কুলগুলির শিক্ষার আওতায় নিয়ে আসা হবে বলে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আগে এই পঞ্চম শ্রেণি হাইস্কুলের সঙ্গে যুক্ত ছিল। তাতে নানা অসুবিধা হতো বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। এবার শিশুদের বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন অনুযায়ী পঞ্চম শ্রেণিকে প্রাথমিক শিক্ষার অধীনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫ সাল থেকে রাজ্যের অন্তত ২ হাজার ৩৩৫টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভূক্ত করা হবে বলে স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে। এই বিজ্ঞপ্তি বুধবার প্রকাশ করা হয়েছে। এই পঞ্চম শ্রেণিকে যুক্ত করার তালিকায় আছে কলকাতার ৫২টি স্কুল। আর হাওড়া ১৪৫টি, হুগলি ২০৮টি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার যথাক্রমে ১৯৮টি ও ৩২৭টি, পূর্ব মেদিনীপুর ৬১টি, পশ্চিম মেদিনীপুর ৬৫টি, পূর্ব ও পশ্চিম বর্ধমানের যথাক্রমে ৮৩টি ও ৮৭টি, বীরভূমের ১১৯টি, বাঁকুড়ার ৪৫টি, পুরুলিয়ার ২৪টি, জলপাইগুড়ির ২৭টি, মালদার ২২৯টি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ৭৯টি এবং ১৭টি, কোচবিহারের ২৫টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভূক্ত করা হবে।

আরও পড়ুন:‌ কালীপুজোর আগের রাতে ভেঙে পড়ল ৩০ ফুটের প্রতিমা, আসানসোলে আলোড়ন তুঙ্গে

অন্যদিকে স্কুলশিক্ষা দফতর থেকে প্রাথমিক স্কুল কর্তৃপক্ষকে সবরকম ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। দেশের অন্যান্য রাজ্যের প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ দেওয়া হয়। একমাত্র বাংলাতেই এই নিয়ম চালু ছিল না। তবে ২০২৫ সাল থেকে সেটা কার্যকর হতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে উল্লেখ রয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই ২ হাজার ৩৩৫টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যোগ করা হবে।