ছয় বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাওয়ার ৫ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করল পুলিস, উদ্ধার করা হয়েছে শিশুটিকেও।

0
9

নিজস্ব সংবাদদাতা, মালদা— মালদা তে শিশু অপহরণ নিয়ে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সাংবাদিক বৈঠক করলেন ।বাড়ির সামনে থেকে ছয় বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাওয়ার ৫ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করল পুলিস। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও।
করণদিঘী থানার টুঙ্গিদিঘী ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিস তাদেরকে গ্রেপ্তার করেন । শিশু হয় সহ দুই দুষ্কৃতীকে করণদিঘী থানায় নিয়ে যাওয়া হয়েছে।ধৃত দুই অপহরণকারীর নাম মনসুর আলম(৩০) ও এজাজ আহমেদ। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাঙ্গনদীয়া গ্রামে। আজ সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে থেকে আফরোজা খাতুন নামে ছয় বছরের এক কন্যা শিশুকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায় দুই যুবক। তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। এর তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই বিষয় নিয়ে পুলিশ সুপারের সাংবাদিক বৈঠক করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here