পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তিনটি হাতির তাণ্ডবে কার্যত তছনছ প্রায় তিন বিঘা জমির কলা চাষ, ফলে চিন্তায় হাত পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার নয়াবসত রেঞ্জের আঁকছড়া বিটের লক্ষণপুর এলাকার এক চাষীর, জানা গিয়েছে গতকাল অর্থাৎ শুক্রবার রাতে তিনটি হাতি তান্ডব চালায় লক্ষণপুর এলাকার কলা চাষী ফকির দে’র, জানা গিয়েছে ভালো লাভের আশায় বিঘা তিনেক জমিতে কলা চাষ করেন ওই চাষী, গতকাল রাতে তাণ্ডব চালায় তিনটি হাতি, ইতিমধ্যেই বনদপ্তরের কাছে ক্ষতিপূরণের আর্জি জানাই ওই ক্ষতিগ্রস্ত কলা চাষী।