পুলিশি নাকা চেকিং চলাকালীন সরকারি বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাইক চালকের।

0
9

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: – পুলিশি নাকা চেকিং চলাকালীন সরকারি বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাইক চালকের। ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলে পথ অবরোধ এলাকাবাসীদের। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পরে পুলিশী তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। শনিবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর থানার ফুলবাড়ী বি.এড কলেজের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কে।

জানা গেছে মৃত ব্যক্তির নাম মৃন্ময় দাস (৩৭)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহারে।

মৃতের পরিবার সূত্রে খবর, মাস ছয়েক আগে দক্ষিণ দিনাজপুরের বাউল এলাকায় বিয়ে হয় ওই ব্যক্তির। এদিন মোটরবাইকে চেপে ইটাহার থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় ফুলবাড়ী বি.এড কলেজের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কে চলছিল পুলিশি নাকা চেকিং।

স্থানীয় সূত্রে জানা গেছে নাকা চেকিং পার হতে গিয়ে পুলিশে ব্যারিকেটে ধাক্কা লাগে মোটরবাইকের। সেইসময় অপরদিক থেকে আসা মালদা গামী সরকারি বাস ধাক্কা মারে মোটরবাইকে। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি আহতকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই ব্যক্তিকে। পাশাপাশি ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। সেইসঙ্গে পুলিশের একটি মোটরবাইকও ভাঙচুর করা হয় বলে খবর।

এদিকে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার জেরে বন্ধ হয়ে যায় ৫১২ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ ঘাতক বাস ও মোটরবাইক উদ্ধার করার পাশাপাশি মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here