বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও ছাতনা থানার পরিচালনায় গতকাল শীতের সকালে ছাতনা থানায় একটি রক্তদান শিবির আয়োজিত হয়।

0
1

বাঁকুড়া, আব্দুল হাই:-  বাঁকুড়ার ছাতনা ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও ছাতনা থানার পরিচালনায় গতকাল শীতের সকালে ছাতনা থানায় একটি রক্তদান শিবির আয়োজিত হয়। এই শিবিরে পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয় মানুষজন মিলিয়ে মোট ১০৭ জন রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট চারা গাছ, গোলাপ ও টিফিন। পাশাপাশি ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অংকন প্রতিযোগিতায় সফল ভাবে উত্তীর্ণ শিল্পীদের মোমেন্ট, চারা গাছ ও উপহার দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি ডিএনটি অরূনাভ দাস, ছাতনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিদ্ধার্থ সাহা ও ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল, ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস, ছাতনা ব্লক স্বাস্থ্য অধিকারিক অর্চনা কুন্ডু। রক্তের সংকট মোকাবিলায় বাঁকুড়া জেলা পুলিশ তথা ছাতনা থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাতনা ব্লাড ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here