বালুরঘাট শহরে শুরু হতে চলেছে তৃতীয় বছরের নাট্য পার্বণ।

0
8

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২১ ডিসেম্বর: বালুরঘাট শহরে শুরু হতে চলেছে তৃতীয় বছরের নাট্য পার্বণ। বাঙ্গালির বারো মাসে তেরো পার্বণ আর দক্ষিন দিনাজপুর জেলায় ১৪ পার্বণ। নাট্য পার্বণ কে কেন্দ্র করে এদিন সন্ধ্যায় বালুরঘাট চকবাকর এলাকায় অবস্থিত নাট্য উৎকর্ষ কেন্দ্রে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা সহ নাট্যবরণ কর্তৃপক্ষ। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত এই নাট্য পার্বণে জেলা ব্যাপী মোট ২০ টি নাট্য দল অংশগ্রহণ করতে চলেছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বালুরঘাট শহরের নাট্য উৎকর্ষ কেন্দ্র ও কালুরঘাট রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হবে নাট্য পার্বণ ৩। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই তৃতীয় বছরের নাট্যকার বন অনুষ্ঠিত হতে চলেছে বালুরঘাটে। নাতে পার্বণের একাধিক তথ্য নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজন কৃষ্ণা।