পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সম্পত্তির দখল কে কেন্দ্র করে গন্ডগোলের জেরে সাত সকালেই ভাইপোর হাতে খুন হল কাকা চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রঘুনাচক রায়পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড রঘুনাচক এর বাসিন্দা সুকুমার দলুই ও বাপন দোলুই এর মধ্যে সম্পত্তি দখল কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল। শনিবার সকালে ফির গন্ডগোল হয় এবং এর পরই বাপন দোলুই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় কাকা সুকুমার দলুর এর ওপর। অভিযোগ অস্ত্রের আঘাতেই প্রাণ যায় কাকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ঘাটাল থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্ত বাপন দলুইকে। উদ্ধার করা হয় রক্তমাখা ধারালো অস্ত্র। সাত সকালেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা সম্পত্তি দখলকে কেন্দ্র করে ভাইপোর হাতে খুন কাকা, চাঞ্চল্য ঘাটালের রঘুনাথ চক...