নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে ও এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভা তুলে আনতে একাধিক আন্তর্জাতিক খ্যাতনামা খেলোয়ার ও আ্যথলেটিকদের হ্যামিলটনগঞ্জ মত প্রত্যন্ত এলাকায় নিয়ে এল বুন ইংলিশ স্কুল। এদিন বুন ইংলিশ স্কুলের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল, এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী স্বপ্না বর্মণ সহ বিশিষ্টজনেরা। এদিন স্বপ্না বর্মণ জানান, উত্তরবঙ্গে অনেক প্রতিভা আছে তাদের তুলে আনার জন্য একটা প্লাটফর্ম দরকার। বুন স্কুলের চেয়ারম্যান পবন সিং ঝা জানান পড়াশোনা পাশাপাশি খেলাধুলা সব কিছুতে এলাকার ছেলেমেয়েরা যাতে এগিয়ে যেতে পারে তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার হ্যামিলটনগঞ্জ মত প্রত্যন্ত এলাকায় বুন ইংলিশ স্কুলের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয়।