খাকুড়দার আমরা ক’জন ক্লাব সংগঠনের পরিচালনায় বর্ণ্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হলো ১২ তম বর্ষে সার্বজনীন শ্রী শ্রী মহাপ্রভু মিলনমেলা।

0
7

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দার আমরা ক’জন ক্লাব সংগঠনের পরিচালনায় বর্ণ্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হলো ১২ তম বর্ষে সার্বজনীন শ্রী শ্রী মহাপ্রভু মিলনমেলার। রবিবার অর্থাৎ ২২শে ডিসেম্বর শুরু হওয়া এই মেলা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে বসেছে মনোহারী দোকান, বাচ্চাদের মিকি মাউস, জাম্পিং টেবিল, খেলনা গাড়ি, থাকছে নাগরদোলা, টয়ট্রেন, ডিস্কো সহ মেলার প্রত্যহ সান্ধ্যকালীন থাকছে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ হঠাৎ রবিবার মেলার সূচনা লগ্নে বর্ণ্নাঢ্য শোভাযাত্রা পতাকা উত্তোলন ও প্রদীপ জলের মধ্য দিয়ে এই মেলার সূচনা করা হয় এই দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here