দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দুস্থ মানুষের সাহায্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল গঙ্গারামপুর শহরের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। রবিবার স্কুল চত্বরে বানানো হয় বেশ কয়েকটি স্টল। ছাত্র ছাত্রীরা সেখানে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে সেই স্টল গুলিতে খাবারের বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে নিয়ে বসে। খাবারের মধ্যে ছিল মম চাওমিন এগ রোল চা মিষ্টি পাও ভাজি ফুচকা সহ বিভিন্ন ধরনের পিঠেপুলি। কুপনের মাধ্যমে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে খাবারগুলো বিক্রি করা হয়। উপার্জিত অর্থ দুস্থ মানুষের সাহায্যে লাগানো হবে বলে তারা জানিয়েছেন। এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের বাসিন্দারা। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্টই উৎসাহ লক্ষ্য করা যায়।
Home রাজ্য উত্তর বাংলা দুস্থ মানুষের সাহায্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল গঙ্গারামপুর শহরের একটি বেসরকারি...