পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি বৃদ্ধি করতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকলা হাইস্কুলে VIMT মেধা অন্বেষনের পরীক্ষার আয়োজন করা হয়, জানা গিয়েছে এই দিন মোট ২০০ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন, তবে পরীক্ষার পূর্বে স্কুলে থাকা বিভিন্ন মনীষীদের মাল্যদান ও পুষ্পর্পনের মধ্য দিয়ে এই পরীক্ষা পর্ব শুরু হয়, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার মুখার্জি, জয়দীপ প্রামানিক, দেবব্রত চক্রবর্তী, সোনালী সেন, দিব্যেন্দু সিংহ রায়, প্রসেনজিৎ কুন্ডু, শিবম প্রামানিক সহ অন্যান্যরা, আগামী দিনেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।