নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- বড়দিনের পূর্বে খাবারের মান যাচাইয়ে শহরের দোকানে দোকানে যৌথ অভিযানে চারটি দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবার ক্রেতা সুরক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, লিগাল মেট্রোলজি এবং ডিস্ট্রক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা যৌথভাবে বালুরঘাট শহরের নিউ মার্কেট, সাধনা মোড়, নারায়ণপুর এলাকার মিস্টির দোকান, রেস্টুরেন্ট, বেকারি প্রভৃতি দোকানে খাবারের মান সরজমিনে খতিয়ে দেখেন। কিছু দোকানের খাবারের গুনগত মান খারাপ থাকায় আধিকারিকরা দোকানদারদের সতর্ক করে দেন। কয়েকটি দোকানে জরিমানা করেন বলে খবর। পাশাপাশি তারা দেখেন বেশ কয়েকটি দোকানে ওজন মেশিন পুন:নবীকরণ করা হয়নি। যে বিষয়েও আধিকারিকরা সতর্ক করেন দোকানদারদের। অভিযানকারী দলের সদস্য দক্ষিণ দিনাজপুর জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের ডেপুটি এসিসটেন্ট ডিরেক্টর মনোজিৎ রাহা জানিয়েছেন বছরে ২-৪ বার তারা এধরনের অভিযান চালান। তিনি এও জানিয়েছেন এই ধরনের অভিযানের উদ্দেশ্যে একদিকে জনসচেতনতা বৃদ্ধি এবং অন্যদিকে দোকানদারদের সতর্ক করা।
Home রাজ্য উত্তর বাংলা বড়দিনের পূর্বে খাবারের মান যাচাইয়ে শহরের দোকানে দোকানে যৌথ অভিযানে চারটি দপ্তরের...