বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখায় ২০শে ডিসেম্বর শুক্রবার থেকে ২২শে ডিসেম্বর রবিবার পর্যন্ত তিনদিনব্যাপী শ্রী শ্রী গীতা জয়ন্তী উপলক্ষ্যে ৪৭ তম বার্ষিক মহোৎসব, হিন্দু ধর্ম শিক্ষা-সংস্কৃতি সম্মেলন ও বৈদিক বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠান – ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখার অন্যতম সদস্য দিলীপ কুমার দাস জানিয়েছেন – এই মহোৎসবের প্রথম দিন শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের বিগ্রহ প্রতিষ্ঠা হয় এবং দ্বিতীয় দিন সকালে চক্ষু পরীক্ষার পাশাপাশি বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি সান্ধ্যকালীন ধর্মীয় অনুষ্ঠান হয়। আজ তৃতীয় দিন সকালে নাম সংকীর্তনের পর আশ্রম থেকে আশ্রমের মহারাজ ও ভক্তদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে অভিষেক বাড়ি আনয়ন এবং দুপুরে অন্নকূট ভোগ মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি মুর্শিদাবাদের বিখ্যাত রায়বেশে নৃত্য, বিকালে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন, সন্ধ্যায় বিশ্ব মানব কল্যাণে বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।