পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সংবাদ প্রকাশের জন্য যুব সমাজের মধ্যে উন্নত রুচি সংস্কৃতি,মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে যুব সংগঠন AIDY ও পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে কমিটির উদ্যোগে একদিনের ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার। শহরের আটটি ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলার উদ্বোধন করেন নাড়াজোল রাজ কলেজের অধ্যাপক ড.মঙ্গল কুমার নায়ক। খেলার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যারাম খেলোয়াড় শেখ দিলা সাহেব মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য,ও পশ্চিম মেদিনীপুর উত্তর জেলা কমিটির সম্পাদক শীর্ষেন্দু শাসমল এবং রাজ্য কমিটির সদস্য টুম্পা গোস্বামী। শীর্ষেন্দু শাসমল বলেন বর্তমানে মধ্যে যে হতাশা এবং অপসংস্কৃতির জোয়ার চলছে তার পাল্টা হিসেবে একটা সুস্থ সংস্কৃতি এবং যুবকদের মধ্যে একতা গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।
- খেলা
- রাজ্য
- দক্ষিণ বাংলা
- দেশ
- পশ্চিম বর্ধমান
- পশ্চিম মেদিনীপুর
- বিনোদন
- বিবিধ
- লাইফস্টাইল
- লুকব্যাক ২০২৪
- লুকব্যাক স্পোর্টস