সদ্যোজাত মৃত শিশুর দেহ ঘিরে চাঞ্চল্য তমলুকের দাসপাড়া এলাকায়, তদন্তে পুলিশ ।

0
7

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- একাধিকবার প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় ভ্রুণ হত্যা বন্ধ করার জন্য সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়। কিন্তু তাতেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষেরা। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপ বসান গ্রামের দাসপাড়া এলাকায় একটি পুকুরে অস্বাভাবিক কিছু ভাসতে দেখে বাঁশ দিয়ে উপরে তুলে আনলে দেখা যায় একটি মৃত শিশুর দেহ। এরপরে এলাকায় চাঞ্চলের ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় তমলুক থানায়। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। কিন্তু এত গ্রামের ভেতরে এই পুকুরে কোথা থেকে এলো এই মৃত শিশুর দেহ উত্তর দিতে পারছেন না এলাকার বাসিন্দারা। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তাই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নজর রাখা হবে এবং স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে সঠিক তদন্ত হয়, এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির ভূমিক কর্মাধ্যক্ষ প্রদ্যুত মাঝি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here