সিপিএমের আমলে বাংলায় বেশি জঙ্গি কার্যকলাপ হয়েছে,বাংলা থেকে কাশ্মীরি জঙ্গি অ্যারেস্ট প্রসঙ্গে বলতে গিয়ে মেদিনীপুরে দাঁড়িয়ে মন্তব্য-কুনাল ঘোষের।

0
8

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- সিপিএমের আমলে বাংলায় বেশি জঙ্গি কার্যকলাপ হয়েছে,বাংলা থেকে কাশ্মীরি জঙ্গি অ্যারেস্ট প্রসঙ্গে বলতে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে দাঁড়িয়ে মন্তব্য-কুনাল ঘোষের ।
উল্লেখ্য রবিবার বিকেলে মেদিনীপুর শহরের কর্নেলগোলায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলেছেন তিনি ।
সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন ওটা ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে বসে আলোচনা করে মিটিয়ে
নেওয়া উচিত ।
বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে মিঠুন চক্রবর্তীর মন্তব্য প্রসঙ্গে মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করেছেন তিনি ।
পাশাপাশি স্বাস্থ্য বীমা ও জীবন বিমার জি এস টি নিয়ে আন্দোলনে নামার কথা জানিয়েছেন কুনাল ঘোষ । এছাড়াও বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন রাজ্য তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here