নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —হবিবপুর ও বামনগোলা ব্লকের, যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো, সপ্তম বর্ষ বইমেলা। এই বইমেলার শুভ সূচনার আগে পাকুয়াহাট ডিগ্রী কলেজ থেকে একটি বর্ণনাট্য শোভাযাত্রা মধ্যমে গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে,পাকুয়াহাট আনন্দ নিকেতন উচ্চ বিদ্যালয়ে এর বই মেলা প্রাঙ্গণে র্যালি শেষ হয়। এই বইমেলা আজ থেকে পাঁচ দিন চলবে। এই বইমেলা কে ঘিরে পাকুয়াহাট আনন্দ নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে গোটা এলাকায় জুড়ে বই সহ বিভিন্ন স্টল বসানো হয়েছে।এই বইমেলায় বিশিষ্ট অতিথি বর্গদের বরণ করে, প্রদীপ প্রজ্জননের মধ্য দিয়ে বইমেলার শুভ সূচনা করা হয়।শুভ সূচনা পরে ছোট ছোট শিশুদের বসে আঁকো প্রতিযোগী সহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন,দলিত সাহিত্য একাডেমীর সভাপতি মনোরঞ্জন ব্যাপারী ,বিডিও বামনগোলা মনোজিৎ রায়, মালদা জেলা পরিষদের কর্মদক্ষা পূর্ণিমা বারুইদাস, মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার,বামনগোলা থানার আইসি, তরুন কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।