পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মা ও মেয়েদের নিয়ে পিঠেপুলি উৎসব হয়ে গেল। প্রায় শতাধিক মহিলা বাড়ি থেকে নানা ধর্মীয় পিঠেপুলি তৈরি করে শীতের সোনা রোদ গায়ে মেখে পৌষপার্বণের আসর বসিয়েছিলেন উৎসব প্রাঙ্গণে।
বিভিন্ন রকমের পিঠের মধ্যে নজর কাড়ে ভাজাপুলি, সরভাজা পিঠে, পাটিসাপটা, সরুচাকলি, চন্দ্রপুলি, দুধপুলি, পোস্ত নারকেল ও খেঁজুরের পিঠে। শীতের আমেজে এই উৎসব দেখতে বহু মানুষের সমাগম ঘটে। গুনগত মানের উপর পুরস্কার সহ সবাইকেই উপহার প্রদান করা হয়। উল্লেখ্য,গত ১৫ ই ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কোলাঘাট উৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী।
চলবে ২২শে ডিসেম্বর পর্যন্ত। এর পাশাপাশি প্রতিদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে
যাত্রা, নাটক সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিশু স্বাস্থ্য প্রর্দশনী, মা মেয়েদের নানাবিধ আয়োজন থেকে বিভিন্ন বিষয়ে সভা সেমিনার ও সচেতনতা শিবির। বহুবিধ কর্মসূচীর মাধ্যমে এই বছর কোলাঘাট উৎসব নিবেদিত হয়েছে সবুজায়নে প্রচার ও প্রসারে। বসেছে মেলা ও সারা প্রাঙ্গণ জুড়ে চিত্তাকর্ষক প্রদর্শনী। আয়োজক সংস্থা কোলাঘাট মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানের পক্ষে সন্দিপ রায় চৌধুরী জানান,
বিভিন্ন জনহিতকর কর্মসূচির সাথে নানা বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার মত ভাবনা নিয়ে প্রত্যেক বছর কোলাঘাট উৎসব সংগঠিত হয়। যাতে অংশনেন শিশু কিশোর থেকে, ছাত্রছাত্রী, যুব, সর্বস্তরের মা মেয়ে থেকে প্রবীণ মানুষজন।
এবারেও সেইরকম পরিকল্পনা নিয়েই কোলাঘাট উৎসব চলছে। লোকজন সমাগম হচ্ছে ভালোই।
Home রাজ্য দক্ষিণ বাংলা ২৮তম কোলাঘাট উৎসব উপলক্ষে কোলাঘাটের শুরু হল পিঠেপুলি উৎসব,চলবে ২২শে ডিসেম্বর পর্যন্ত,...