নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এবার ফালাকাটায় পদ্মদূর্গ ধ্বংসে প্রস্তুতি শুরু করল রাজ্যের শাসকদল। শুধু জয় নয়, ভোটের মার্জিন অনেকটাই বাড়াতে চায় ঘাসফুল শিবির। সেই হিসেবে গত ১৪ ডিসেম্বর থেকে ফালাকাটায় জনসংযোগ যাত্রা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ফালাকাটা স্টেশন মোড় সংলগ্ন এলাকা থেকে শুরু হয় জনসংযোগ যাত্রা। রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের সুবিধা জনগণ কতটা পাচ্ছেন, সেই বিষয়ে তথ্য জোগাড়ের কাজ শুরু হয়। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হয়। এই প্রসঙ্গে ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে বলেন, ফালাকাটায় তৃণমূলের প্রার্থী যেই হোক না কেন, আমাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সামনে রেখেই আমরা প্রচারে নেমেছি। তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করবার জন্য লোকের কাছে আহ্বান জানাচ্ছি। জানা গিয়েছে, দিনভর ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ যাত্রা করেন তাঁরা।সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।