নিজস্ব সংবাদদাতা, মালদা—কুকুরের আতঙ্কে ঘুম উড়েছে মানিকচকের শ্যামসুন্দরী টোলা গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ প্রায় সাত থেকে ১০ দিন ধরে কুকুরের আতঙ্কেই দিন কাটছিল গ্রামের বাসিন্দাদের মাঝে মধ্যেই হঠাৎ করে আক্রমণ করত এলাকারই এক পাগল কুকুর। কখনো গবাদিপশু বা কখনো সাধারণ মানুষকে কখনো পেছন থেকে বা কখনো পায়ে হঠাৎ কামড় বসাতো এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মানিকচকের ধরমপুর অঞ্চলের শ্যামসুন্দরী টোলা গ্রামে। সেই কুকুরের আক্রমণ আক্রান্ত হয়ে কেউ ভর্তি রয়েছে মালদা মেডিকেলে কেউবা আবার গ্রামীণ হাসপাতালে হঠাৎই সোমবার সকালে এলাকাবাসী জানতে পারে রাস্তার পাশে সেই পাগল হাওয়া কুকুরটি মারা গিয়েছে কিছুটা স্বস্তি পেলেও গ্রামবাসীরা কুকুরটিকে দেখতে ভিড় জমাচ্ছেন। গ্রামবাসীরা জানান কুকুরের কামড়ে আহত একই গ্রামের ২০ থেকে ২৫ জন। গ্রাম জুড়ে কুকুরের আতঙ্ক।মানিকচক থানার ধরমপুর অঞ্চলের শ্যামসুন্দরী টোলা এলাকায়। মানুষের পাশাপাশি এলাকার গবাদিপশুকে ও কুকুরের আক্রমণ। কুকুরের এই হামলায় কারো চিকিৎসা চলছে হাসপাতালে প্রায় সপ্তাহখানেক ধরে কুকুরের এমন হামলার ঘটনায় বেজায় আতঙ্কিত গ্রামের মহিলা পুরুষ সকলে। অবশেষে সোমবার ওই কুকুরের মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্বস্তি মিলেছে গ্রামবাসীদের।