দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অনিয়ম ও নীতিবিরুদ্ধ কাজ হয়েছে সেই বিষয়ে অভিযোগ তুলে সরব হন জেলা ক্রীড়া সংস্থার সদ্য প্রাক্তন সম্পাদক অমিতাভ ঘোষ।

0
8

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অনিয়ম ও নীতিবিরুদ্ধ কাজ হয়েছে সেই বিষয়ে অভিযোগ তুলে সরব হন জেলা ক্রীড়া সংস্থার সদ্য প্রাক্তন সম্পাদক অমিতাভ ঘোষ।
আজ মঙ্গলবার এ নিয়ে তিনি বালুরঘাটে একটি সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছিলেন। সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থার কার্য পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। অভিযোগ জেলা ক্রীড়া সংস্থার বিবদমান দুটি গোষ্ঠী ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা করছে। এ নিয়ে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা সম্প্রতি হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু জেলা ক্রীড়া সংস্থার আভ্যন্তরীণ বিরোধ কমেনি। দুটি গোষ্ঠী নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে নেমে পড়ে। জেলা ক্রীড়া সংস্থায় কার আধিপত্য থাকবে এ নিয়ে শুরু হয় ঠান্ডা লড়াই। আজকের এই সাংবাদিক সম্মেলনে সদ্য প্রাক্তন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কি বললেন তা আমরা শুনব তার মুখ থেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here