মাছ কাটতে কাটতেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়দেব বাবু।

0
8

নিজস্ব সংবাদদাতা, মালদা—মাছ বিক্রির সাথে সাথে বন্ধ নেই মানুষের পরিষেবার কাজ । মাছ কাটতে কাটতেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়দেব বাবু।মেঝেয় ছড়ানো রুই, কাতলা, বোয়াল, সহ বিভিন্ন মাছ । বঁটিতে আঁশ ছড়ানোর ফাঁকে দেশী, টাটকা মাছ বলে হাঁক দিচ্ছেন বছর চল্লিশের এক ব্যক্তি। তাঁকে ঘিরে কেউ বোয়াল, কেউবা দাম জানতে চাইছেন রুই, কাতলার কেউবা নিচ্ছে মাছ । সে ভিড়েই পঞ্চায়েত সদস্যের শংসাপত্র চেয়ে বসেন কলেজ পড়ুয়া যুবক। তাঁর কথা শুনেই থেমে গেল বঁটিতে মাছের আঁশ ছড়ানো ব্যস্ত হাত দুটি।চলছে পঞ্চায়েতের কাজ । পঞ্চায়েত সদস্যের শংসাপত্র ব্যবসার সাথে সাথে চালাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েতের যে কোন কাজ সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন মাছ বিক্রির সাথে সাথে । এক দু’দিন নন, মাছ বিক্রির ফাঁকে ছয় বছর ধরে মানুষকে পঞ্চায়েতের পরিষেবা দিচ্ছেন হবিবপুরের বুলবুলচণ্ডীর মাছ ব্যবসায়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়দেব হালদার। তিনি টানা দু’বার তৃণমূলের পঞ্চায়েত রয়েছেন। তবুও নিজের পেশা মাছ বিক্রি ছাড়েননি তিনি। সহকর্মী, দলীয় নেতৃত্বের পাশাপাশি বিরোধীদের কাছে প্রশংসিত জয়দেব।ভোর চারটায় উঠেশুরু হয় জয়দেব বাবুর সারাদিনের লড়াই মাছ বিক্রির সাথে সাথে পরিষেবা দিয়ে যাই সাধারণ মানুষকে।অনেক সময় দেখা গিয়েছে ভোটে জিতলেই নিজের পেশা বদলে দিয়ে রাজনীতি নেমে চলে ।বুলবুলচন্ডির ছবিটা একটু অন্যরকম নিজের পেশাকে ধরে রেখেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন জয়দেব হালদার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here