সরকারের নির্দেশিকা উপেক্ষা করে চাষিদের থেকে কুইন্টাল প্রতি ৫ থেকে ৬ কেজি করে ধলতা নেওয়ার অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে।

0
7

নিজস্ব সংবাদদাতা, মালদা—-সরকারের নির্দেশিকা উপেক্ষা করে চাষিদের থেকে কুইন্টাল প্রতি ৫ থেকে ৬ কেজি করে ধলতা নেওয়ার অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে। চাষিরা প্রতিবাদ করলে মিল মালিকের পক্ষ নিয়ে চাষিদের দালাল ও ফড়ে বলে তকমা দেওয়ার অভিযোগ সোসাইটি ম্যানেজারের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা এস কে ইউ এস (SKUS) সোসাইটির ঘটনা। মঙ্গলবার বিকেলে সোসাইটির ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান কৃষকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
চাষিদের অভিযোগ,মিল মালিক ও সোসাইটির ম্যানেজার মিলিতভাবে
চাষিদের শোষণ করছে। চাষিদের কাছ থেকে গড়পড়তা কুইন্টাল প্রতি ৫ থেকে ৬ কেজি করে ধলতা নিচ্ছে মিল মালিক।
ধলতা দিতে না চাইলে ধান ক্রয় করতে অস্বীকার করছে। যদিও মিল মালিক ধলতা নেওয়ার কথা অস্বীকার করেছেন।
অপরদিকে ৩০ কুইন্টাল থেকে কমিয়ে ১০ কুইন্টাল করে চাষিদের থেকে ধান ক্রয় করছে সোসাইটি। নানা অছিলায় সোসাইটির ম্যানেজার ও মিল মালিকের
কর্মচারীরা চাষীদের থেকে কিছু টাকা আদায় করে নিচ্ছে বলে অভিযোগ।
ধান কেনার শিবিরে সরকারি আধিকারিক না থাকায় মিল মালিক ও সোসাইটি নিজের ইচ্ছে মতো চাষিদের শোষণ করছে। সোসাইটির ম্যানেজার সাগর কর্মকার বলেন,ধানের গুনগত মান দেখে
ধলতা নিচ্ছে মিল মালিক। এতে তার কিছু করার নেই। তবে চাষিদের কাছ কে টাকা নিচ্ছে তার জানা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here