হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসনকে ফুলের তোড়া ও নতুন বছরের অগ্রীম ডায়েরি দিয়ে শুভেচ্ছা জানালেন মালদহ জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।

0
8

নিজস্ব সংবাদদাতা, মালদা :-হরিশ্চন্দ্রপুরের সালালপুর থেকে শনিবার সকালে ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে অপহৃত হয়ে যাওয়া সাত বছরের শিশু কন্যাকে ছয় ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা এলাকা থেকে উদ্ধার করে খবরের শিরোনামে উঠে এসেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুই অপহরণকারীকেও। রাজনৈতিক নেতা থেকে শুরু করে জনসাধারণ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ করে তুলেছে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই পুলিশের এই মহৎ কাজকে স্যালুট জানিয়েছেন। পুলিশের মনোবল চাঙ্গা করতে রবিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসনকে ফুলের তোড়া ও নতুন বছরের অগ্রীম ডায়েরি দিয়ে শুভেচ্ছা জানালেন মালদহ জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। পাশাপাশি শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন শিশুর পরিবার থেকে শুরু করে এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here