বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- মানুষ কারণেই ভুলে যাচ্ছে হাসতে, মেজাজ হচ্ছে খিঁটখিটে, তার ফলে হিতে বিপরীত হচ্ছে অনেক সময় যা প্রভাব ফেলছে শরীর ও মনে।
এই রকম মহা সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাঁকুড়ার কলেজ মাঠে কারণ ছাড়া হাস্যযোগ চর্চা শুরু করল একদল মানুষ, এই উদ্যোগের প্রধান স্থাপতি শিক্ষক দেবদাস পুজারু।
মর্নিংওয়াকে বেরিয়ে বাঁকুড়ার খ্রিস্টান কলেজ মাঠে যোগদান হাস্যরস চর্চা কেন্দ্র, চলে হাসির অভ্যাস।
উদ্যোক্তা দেবদাস পুজারু বলেন – সুস্থ জীবনের জন্য হাসি খুবই প্রয়োজন, মানুষ সাংসারিক বিভিন্ন চাপে বা কর্মক্ষেত্রের বিভিন্ন চাপে হাসতে ভুলে যাচ্ছে কিন্তু মানুষের মুখ থেকে হাসি হারিয়ে গেলে ঘটতে পারে মহা বিপদ আর সেই কারণেই এই উদ্যোগ। মানুষের জীবনে হাসি স্বাভাবিক হলে মানুষের জীবনযাত্রা খুবই স্বাভাবিক হবে।
তার এই উদ্যোগে আগামী দিনে বহু মানুষ সামিল হবে বলেই তিনি আশা করেন।