নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-সঙ্কটজনক মুহুর্ত, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও প্রসূতির জন্য রক্তের প্রয়োজন।সামাজিক মাধ্যমে এমন পোষ্ট প্রতিনিয়ত নজরে পড়ে।এবার হাসপাতালের রক্ত সঙ্কট মেটাতে উদ্যোগী হল চাঁচল ১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত।সোমবার পঞ্চায়েত ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।উপস্থিত হয়েছিলেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।শিবিরে একাধিক পঞ্চায়েত সদস্য ও এলাকার শিক্ষক থেকে শুরু একাধিক যুবক স্বেচ্ছায় রক্ত দেন।দুপুর একটা পর্যন্ত ১৮ জন রক্তদাতা জুটে শিবিরে।তাদের প্রত্যেককে শংসাপত্র তুলে দেওয়া হয়।কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের রেজাউল খান বলেন,ব্লক প্রশাসনের নির্দেশে শিবির করা হয়।প্রতিটি ক্লাব ও স্বেচ্ছা সেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসলে রক্ত সঙ্কট মিটবে।আগামীতে পঞ্চায়েতের তরফে আরও শিবির করা হবে।রক্তদাতা কলিগ্রাম হাইস্কুলে শিক্ষক গৌতম দাস বলেন,আমি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক ও বিভিন্ন এলাকায় আয়োজিত শিবিরে রক্ত দিয়ে থাকি।আমার রক্তে কারও প্রান বাঁচবে।রক্ত দিতে ভালোই লাগে।চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের টেকনোলজিষ্ট অরবিন্দ ঘোরাই বলেন,১৩০ জন থ্যালাসেমিয়া রোগীকে ব্লাড ব্যাঙ্ক থেকে প্রতিমাসে রক্ত দেওয়া হয়।অনেক সময় সঞ্চিত থাকেনা।এইভাবে শিবির হলে অনেকটা সঙ্কট মিটবে।চলতি মাসে চাঁচল মহকুমাজুড়ে ১৭ টি শিবির হয়।আরও ৪ টি শিবির হবে।
Home রাজ্য উত্তর বাংলা হাসপাতালের রক্ত সঙ্কট মেটাতে উদ্যোগী হল চাঁচল ১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত।