বাবা সাহেব আম্বেদকর কে নিয়ে অপমানজনক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর শাখার পক্ষ থেকে মঙ্গলবার একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

0
8

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর কে নিয়ে অপমানজনক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর শাখার পক্ষ থেকে মঙ্গলবার একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের সভাপতি অম্বরিশ সরকার।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে ভারতবর্ষের সংবিধান প্রনেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর কে অপমানজনক কথা পার্লামেন্টে দাঁড়িয়ে গত ১৭ ই ডিসেম্বর করেছিলেন তার প্রতিবাদে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। বাবা সাহেব আম্বেদকর ছিলেন ভারতবর্ষের সংবিধান প্রণেতা তথা একজন দলিত সম্প্রদায়ের মানুষ। এই দলিত সম্প্রদায়ের মানুষকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে অপমান করেছেন তার আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই।এই প্রতিবাদের অঙ্গ হিসাবে মঙ্গলবার বালুরঘাটে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি করা হলো। আমরা দাবী জানাই অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা। তিনি যদি ক্ষমাপ্রার্থনা না করেন তাহলে আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here