নিজস্ব সংবাদদাতা, মালদা—-এবার প্রথম অনুষ্ঠিত হলো কার্নিভাল,শহরের ধাঁচে এবার বড়োদিনের জমকালো কার্নিভাল হয়ে গেলো মঙ্গলবার রাতে, মালদার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। মা বুলবুলচন্ডী কার্নিভাল ২০২৪ অনুষ্ঠিত হলো ২৪ ডিসেম্বর। কার্নিভাল অনুষ্ঠিত হয় বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির ময়দানে। তাই কার্নিভালকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা থেকে জমজমাট হয়ে ওঠে। বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির মাঠে জমকালো আলোক সজ্জায় সেজে উঠে বুলবুলচন্ডী এলাকা এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।তাদের বরণের মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এই কার্নিভাল কেন্দ্র করে থাকছে নাচ, গান, আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এছাড়াও অনুষ্ঠান মঞ্চ মাতাতে আসেন মুম্বইয়ের প্রখ্যাত কণ্ঠশিল্পী অনুষ্কা পাত্র। এছাড়াও ছিলেন ড্যান্স বাংলা ড্যান্স খ্যাত প্রখ্যাত নৃত্যশিল্পী ভূমিকা। সহ এলাকার ক্ষুদে শিল্পীরা।
এবার প্রথম অনুষ্ঠিত হলো কার্নিভাল,শহরের ধাঁচে এবার বড়োদিনের জমকালো কার্নিভাল হয়ে গেলো মঙ্গলবার রাতে।

Leave a Reply