নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পথ দুর্ঘটনা কমাতে ও যাত্রী সুরক্ষার জন্য টোটোর ডান দিক দিয়ে ওঠানামা নিষিদ্ধ করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফালাকাটা শহরের ট্রাফিক মোড় এলাকায় ফালাকাটার পুলিশ প্রশাসন ও ফালাকাটা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সমস্ত টোটোর ডান পাশ লোহার রড ঝালাই করে দেওয়া হয় হয়। মূলত টোটোর ডান দিক দিয়েই যাত্রী ওঠানামা বন্ধ করতেই পুলিশ প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার পথ দুর্ঘটনা কমাতে ও যাত্রী সুরক্ষার জন্য টোটোর ডান দিক দিয়ে ওঠানামা...