বকেয়া অর্থ প্রদান না করায় অবশেষে বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থার সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর।

0
8

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  বকেয়া টাকার অঙ্কের পরিমান দাড়িয়েছে ৪০ হাজার। যা নিয়ে বেশ কয়েকবার সতর্কও করা হয়। কিন্ত তারপরেও সেই অর্থ প্রদান না করায়
অবশেষে বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থার সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। অচলাবস্থা সৃষ্টি হল জেলার খেলাধূলোয়। দুই পক্ষর দন্ধের জেরে এবার বড় মাসুল গুনতে হল দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া সংস্থাকে।
বালুরঘাট শহরে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাটি। এই সংস্থার কার্যালয় সংলগ্ন জায়গায় রয়েছে নিজস্ব স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়াম। পাশাপাশি কার্যালয়ের অভ্যন্তরেই রয়েছে জিম, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা এবং গেষ্টরুম। এছাড়া সংস্থার পৃথক আয়ের উৎস হিসেবে রয়েছে অনুষ্ঠান ভবণ। সেই ক্রীড়া সংস্থার বিদ্যুৎ সংযোগ এদিন সকালে বিচ্ছিন্ন করে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে খবর, গত সেপ্টেম্বর মাস থেকে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমান ৪০ হাজার ৫০০ টাকা। এদিকে, চলতি মাসের ১৪ তারিখ থেকে ক্রিক্রেট লিগ শুরু হয়েছে। যা টানা চলবে। কিন্ত বিদ্যুৎ সংযোগ না থাকায় শুরু হওয়ার ক্রিকেট লিগের জন্য মাঠ ও পিচে জল দেওয়ার সমস্যা দেখা দিল। আবার একই কারণে কার্যালয়ের প্রতিটি বিভাগ ও মাঠ অন্ধকারাচ্ছন্ন অবস্থায় এসে দাড়ালো। এককথায়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্পূর্ণ অচলাবস্থায় পৌঁছাল জেলা ক্রীড়া সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here