নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আর পাঁচটা জন্মদিনের মতো জন্মদিন পালন না করে একটু অন্যভাবে দিনটি পালন করলেন ফালাকাটার অরিজিৎ চন্দ্র।জন্মদিন মানেই কেক কাটা। সারাদিন বন্ধুবান্ধব ও পরিবারের সাথে মজা হৈ-হুল্লোড় করা। জমিয়ে খাওয়া দাওয়া, বেশিরভাগ মানুষই এটাই করে থাকে। তবে ফালাকাটার বাসিন্দা অরিজিৎ চন্দ্র এর জন্মদিনের চিত্রটা ছিল অন্যরকম। সেই মত শনিবার সকালে জন্মদিন উপলক্ষ্যে ফালাকাটার মিল রোড এলাকায় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির। জানা গিয়েছে, লাইন্স ক্লাব অফ ফালাকাটা এবং ফালাকাটার একটি নার্সিং হোমের সহযোগিতায় ওই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এবং প্রয়োজনমতো চশমাও বিতরণ করা হয়।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার জন্মদিন উপলক্ষ্যে ফালাকাটার মিল রোড এলাকায় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির।