দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার অন্তর্গত শেখপুর এলাকায়।

0
9

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার অন্তর্গত শেখপুর এলাকায়। ফাঁকা ঘরের সুযোগে চুরি। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।পরিবারের সদস্যরা অর্থাৎ মা ও মেয়ে জলসার অনুষ্ঠানে যাওয়ায় ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতীরা লুটপাট চালায়। বাড়ির পুরুষ ভিন রাজ্যে কাজ করেন। বাড়িতে মজুত নগদ টাকা অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। ফাঁকা বাড়ির সুযোগে চুরি। সমস্ত দিক নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

জানা গেছে এই শেখপুরা এলাকার ইলমা খাতুন(৩০)নামে ঐ মহিলার বাড়িতে চুরির ঘটনা ঘটে। ইলমা খাতুন এর স্বামীর সারফাত হোসেন ভিন রাজ্যের কাজে রয়েছেন।কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ওই মহিলা।শুক্রবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে জলসার অনুষ্ঠানে সহপরিবারে যোগ দিতে যাই। রাতেই বাড়ি ফিরে এসে দেখেন সমস্ত কিছু লন্ডভন্ড করে চোরেরা দুঃসাহসিক চুরি চালিয়েছে। ব্যবসার কাজের জন্য বাড়িতে মজুদ থাকা প্রায় দেড় লক্ষ টাকা নগদ ও সোনা চান্দির অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা।এদিকে ঘটনার পর থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য রয়েছে।এদিকে পুলিশ চুরির ঘটনা খতিয়ে দেখে তদন্ত পক্ষে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here