নিজস্ব সংবাদদাতা, মালদা:– নিয়ন্ত্রণ হারিয়ে টোটো ঢুকে পড়ল মুদিখানার দোকানে। ঘটনায় আহত তিন সহ টোটো চালক । আহত দিন যাত্রীকে স্থানান্তরিত করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
শনিবার দুপুর ২:৩০ নাগাদ মোথাবাড়ি থানার অন্তর্গত মোথাবাড়ি মন্ডলপাড়া এলাকায় একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে মুদিখানার দোকানে।
স্থানীয় সূত্রে জানা গেছে টোটো টি মালদা হইতে মোথাবাড়ির দিকে আসছিল এমত অবস্থায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধরে একটি মুদিখানার দোকানে টোটো টি ঢুকে পড়ে।। মুদিখানার দোকানের চাল ভেঙে পড়ে মাথার ওপরে।।
সেই সময় টোটো টিতে তিন থেকে চারজন যাত্রী ছিল তাদের মধ্যে বয়স বয়স ৬৫ এর একজন বৃদ্ধ মহিলার অবস্থা খুব আশঙ্কজনক।। বাকি ৪০ বছর বয়সের মুক্তারা বিবি, তার মাথায় চোট লেগেছে। এবং আর একজন আহত রয়েছে।।।
পাশাপাশি টোটো চালক আহত।।
স্থানীয় মানুষজন তড়িঘড়ি আহতদের মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠাই।। প্রাথমিক চিকিৎসার পর আহত তিন মহিলাকে মারলে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ।। এবং আহত টোটো চালকের চিকিৎসা চলছে মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।। ঘটনার পিছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে মোথাবাড়ি থানার পুলিশ।।
Home রাজ্য উত্তর বাংলা নিয়ন্ত্রণ হারিয়ে টোটো ঢুকে পড়ল মুদিখানার দোকানে, ঘটনায় আহত তিন সহ টোটো...