নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটায় ফের বিজেপিতে ভাঙ্গন। ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগান মৌজার ১৩/৩৭ নম্বর পাটের বিজেপির পঞ্চয়েত সদস্যা, ১৩/৩৬ নম্বর পাটের বিজেপির পঞ্চয়েত সদস্যা এবং পঞ্চয়েত সমিতির সদস্য বিরসা উড়াও তৃণমূলে যোগদান করেন। মঙ্গলবার সন্ধ্যায় ফালাকাটা পাঁচ মাইল এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ে ওই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস,ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এদিন গ্রামীন ব্লক সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তারা তৃণমূলে যোগদান করেছে। আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বহু নেতাই তৃণমূলে যোগদান করবেন।
ফালাকাটায় ফের বিজেপিতে ভাঙ্গন।

Leave a Reply