পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাত সকালে হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত এক নম্বর অঞ্চলের শোলিডিহা এলাকায়, স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম নিমাই ভূঁইয়া, বয়স আনুমানিক ৬৫ বছর,বাড়ি শোলিডিহা এলাকায়,সূত্রে আরও জানা যায় মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া যাওয়ার সময় দলছুট একটি হাতির সামনে পড়ে যায় ওই ব্যক্তি, এরপর সুরে করে আছাড় দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির,ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে আনন্দপুর থানার পুলিশ,প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে আরাবাড়ি রেঞ্জের শোলিডিহা সহ একাধিক এলাকায় ঘুরে বেড়াচ্ছে একটি দলছুট দাঁতাল হাতি। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোখের ছায়া নেমে আসে ওই পরিবারে।
সাত সকালে হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কেশপুরের শোলিডিহাতে।

Leave a Reply